রাশফোর্ডের শেষ মুহূর্তের গোলে ম্যান ইউর জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২২, ১৬:০৫
অ- অ+

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতের ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে কষ্টার্জিত জয়ই পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নির্ধারিতি ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর যোগ করা তৃতীয় মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোলটি করেন ইউনাইটেডের ইংলিশ ফুটবলার মার্কাস রাশফোর্ড।

ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে থাকলেও বল দখলে তাদের আধিপত্য বিস্তার করতে দেয়নি ওয়েস্ট হ্যাম। পুরো ম্যাচে ইউনাইটেডের নিকট ৫৭ শতাংশ সময় বল দখলে ছিল, অন্যদিকে সফরকারীরা নিজেদের দখলে রাখে ৪৩ শতাংশ সময়।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে ভুগেছে ম্যানচেস্টারের দলটি। নিতে পারেনি প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা। এমনকি এই সময়ে কোনো দলই লক্ষ্যে শট নিতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ আসে ফ্রেদের সামনে। ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডারের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে জাল অক্ষত রাখেন সফরকারী গোলরক্ষক আলফুঁস আরিওলা।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়া কিছুক্ষণ আগে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েই যাচ্ছিল সফররত ওয়েস্ট হ্যাম। কিন্তু কাছ থেকে মাস সুচেকের হেড গোল পোস্টের বাইরে দিয়ে যায়।

এ সময় মনে হচ্ছিল গোলশূন্যতেই শেষ হবে ম্যাচ। কিন্তু নাটকীয়তা তখনও বাকি। যোগ করা সময়ের শেষ মিনিটে র‍্যাশফোর্ডের কল্যাণে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় ইউনাইটেড। এডিনসন কাভানির পাসে কাছ থেকে বল জালে পাঠান তরুণ এই ফুটবলার।

এ জয়ের ফলে ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে এক লাফে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে রালফ রাগনিকের ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা ওয়েস্টহ্যামের সংগ্রহ ৩৭ পয়েন্ট। আর ২৩ ম্যাচে সর্বোচ্চ ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। এদিকে দুই থাকা লিভারপুলের সংগ্রহ ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট।

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি: রাকিব
সিরাজগঞ্জে কবর থেকে লাশ তুলে বাড়ির উঠানে দাফন
রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন
শুল্কহার নিয়ে তৃতীয় পর্যায়ের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সময় চেয়েছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা