আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে বন্ধ ঘোষণা পোশাক কারখানা

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২২, ২১:৪১
অ- অ+

ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একটি পোশাক কারখানা।

রবিবার বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত হুইজু বাইজিয়া গ্লোব কোম্পানি লিমিটেড নামের কারখানাটি বন্ধ পাওয়া যায়। এর আগে সকালে পাঁচ শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের মুখে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

বেতন বৃদ্ধির দাবিতে গত ১২ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত কর্মবিরতি পালন করেন কারখানাটির এক হাজার শ্রমিক। পরে মালিক পক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।

এ ব্যাপারে কারখানার অ্যাডমিন অফিসার হাসান বলেন, শ্রমিকরা সুনির্দিষ্ট কোনো দাবি না জানিয়ে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করে। যার কারণে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার, আশুলিয়া ও ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন, আইন অনুযায়ী প্রতি বছর মূল মজুরির পাঁচ শতাংশ মজুরি বৃদ্ধি হওয়ার কথা। যদিও এই কারখানার শ্রমিকরা মোট মজুরির পাঁচ শতাংশ বেতন বৃদ্ধির দাবি করেছে। তাদের এই দাবি মেনে নেয়া উচিত।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/আইএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না আওয়ামী লীগ’
হাসিনা-রেহানা জয়-পুতুলের নামে সমন বিজ্ঞপ্তির নির্দেশ
‘আরএমপি এখন রাজশাহী মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে জনগণের আস্থা’
ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা