অর্ধেক জনবল দিয়ে অফিস পরিচালনা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২২, ১৭:৪৬| আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৭:৪৮
অ- অ+

ইতোমধ্যে অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমাবার সচিবালয়ে সরকারি অফিস অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘যেহেতু গতকাল (রবিবার) রাতই সিদ্ধান্ত হলো, তাই পুরোপুরি বাস্তবায়নে দুয়েকদিন সময় লাগবে। এর আগেও প্র্যাকটিস ছিল এভাবে অর্ধেক জনসংখ্যা নিয়ে অফিস করার। তাই এবার এ সিদ্ধান্ত বাস্তবায়নে সমস্যা হবে না।’

বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারীরা ভার্চুয়ালি অফিসের কাজ করবেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার দিয়ে বাড়িতে রাখা হবে। তবে, সবাই বাসা থেকেই ভার্চুয়ালি অফিসের কাজ করবেন। বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এর আগে সরকারি নির্দেশনা মেনে অর্ধেক জনবল দিয়ে কাজ করিয়েছে। এবারও তারা নিজ দায়িত্বে করবে বলে আশা করি। সরকারের প্রধান লক্ষ্য করোনা সংক্রমণ কমিয়ে আনা।’

এছাড়া বাইরে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
৪৪তম বিসিএস: পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন ডা. শামীম শাহরিয়ার
ইতিহাসে তাৎপর্যময় ১০ মহররম, যা ঘটেছে যা ঘটবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা