গোয়ালন্দে অটোরিকশা ছিনতাই, চালকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে ইসমাইল শেখ (৪৫) নামে এক অটোরিকশা চালককে অজ্ঞান করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালুখালি উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে ওই চালক চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিহত চালক উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়ার মৃত সৈয়দ আলী শেখের ছেলে।
ইসমাইলের এ মর্মান্তিক মৃত্যুতে তার স্ত্রী সাহানা বেগম অবুঝ দুটি ছেলে ও একটি মেয়ে শিশুকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
নিহত ঈসমাইল শেখের ছোট ভাইয়ের স্ত্রী বন্যা খাতুন জানান, তার ভাসুর বুধবার বেলা ৩টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা ৪টার দিকে খবর আসে তিনি রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের পাশে চাঁদপুরে অজ্ঞান হয়ে পড়ে আছেন এবং তার অটোরিকশাটি নেই।
‘পরে আমরা দ্রুত সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসি। কিন্তু অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।’ বলেন বন্যা।
ইসমাইলের ভাগনে জহুরুল ইসলাম বলেন, মামা গত বছরের নভেম্বর মাসে এক লাখ ৮৭ হাজার টাকা দিয়ে অটোরিকশাটি কেনেন। এর জন্য তিনি কয়েকটি এনজিও থেকে দুই লাখ টাকা ঋণ নেন। অনেক কষ্ট করে তিনি রোজগার করে ঋণের কিস্তি পরিশোধ ও পরিবারের ভরণপোষণ করে আসছিলেন। এখন তার এ অকাল মৃত্যুতে আমার মামী তিনটা শিশু সন্তান নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলেন। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।
গোয়ালন্দ ঘাট থানার এসআই হাবিবুর রহমান বলেন, আমরা লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে তাকে বিষাক্ত কিছু খাইয়ে অজ্ঞান করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/কেএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সিলেটে 'ভ্রাম্যমাণ ভ্যাট বুথ' উদ্বোধন

সড়ক নির্মাণের নামে ভেকু দিয়ে উপড়ে ফেলা হয়েছে ৯২টি তালগাছ ও ৫১টি খেজুরগাছ

বৃষ্টি কামনায় শিশুদের গান ‘আল্লাহ মেঘ দে, পানি দে’

সিলেটে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

কেসিসি নির্বাচন: প্রচারণায় ‘সাউন্ড সিস্টেম ও ডিজিটাল’ পদ্ধতিতে রেকর্ডের কদর বেড়েছে

বগুড়ায় রোডমার্চ শেষে ফেরার পথে গণতন্ত্র মঞ্চের নেতাদের গাড়িবহরে হামলা

বিশ্ব পরিবেশ দিবসে নান্দাইলে স্টেপ অ্যাহেড বাংলাদেশের কর্মসূচি

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় পল্লি বিদ্যুতের কর্মী নিহত

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে কমিশন বদ্ধপরিকর: ইসি
