‘মির্জাপুরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২১

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের নবনির্বাচিত সাংসদ খান আহমেদ শুভ বলেছেন, আমার সময় খুবই অল্প। মাত্র দুই বছরের জন্য নির্বাচিত হয়েছি। আপনারা আমাকে সহযোগিতা করুন। আমি আপনাদের পাশে নিয়ে মির্জাপুরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

বুধবার সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা আরএইচভি-লাউহাটি জিসি সড়ক ভায়া ভাবখণ্ড বাজার সড়কের সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে পুনর্বাসন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, জনমতেরভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকার সুবিধামতো জায়গায় ফুটওভার ব্রিজ নির্মাণের ব্যবস্থা করা হবে।

জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস আলীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় সাংসদ খান আহমেদ শুভ ছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি.এ মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ।

মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান জানান, মেসার্স ইব্রাহিম কনস্ট্রাকশন (জেভি) মেসার্স সানভি ট্রেডার্স ১০ মাসের মধ্যে কাজটি বাস্তবায়ন করবেন বলে তিনি জানিয়েছেন।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :