নরসিংদীতে ১৬ মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৭
অ- অ+

স্বাধীনতার ৫০ বছর পর প্রথম বারের মতো মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের মহিলা বীর মুক্তিযোদ্ধাদের জাতীয়ভাবে সম্মাননা প্রদান করা হয় । নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নরসিংদী জেলায় ১৬ জন মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা।

নরসিংদী জেলা প্রশাসক আবু নাইম মোহাম্মদ মারুফ খানের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি ওসমানী স্মৃতি মিলনায়তন হতে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা হলেন- নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া গ্রামের মোসা: সামসুন নাহার বেগম, আলগী গ্রামের শরিফুন নেছা হাকিম, মনোহরপুর গ্রামের দিলরুবা বেগম, বাগহাটা গ্রামের রওশন আরা বেগম, রাজারদী গ্রামের প্রীতিকনা দাস, পলাশ উপজেলার শান্তানপাড়া গ্রামের রেজিয়া বেগম, জিনারদী গ্রামের মনিকা বাগচী, পারুলিয়া গ্রামের নসিবুন আহমেদ, বড়িবাড়ি গ্রামের বেদনা দত্ত, বেলাব উপজেলার দড়িকান্দি গ্রামের কহিনূর বেগম , হাসনা হেনা, ভাটেরচর গ্রামের আয়েশা হক, রায়পুরা উপজেলার নবুয়ারচর গ্রামের হাজেরা খাতুন, মনোহরাবাদ গ্রামের হাছিনা আক্তার খাতুন, আদিয়াবাদ পিপিনগর গ্রামে খোদেজা খাতুন ও শিবপুর উপজেলার নৌকাঘাটা গ্রামের অজ্ঞলী দে। নরসিংদী জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারীগণ জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত থেকে জেলার মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক, উত্তরীয়, শাড়ী ও স্যুভেনিয়র প্রদান করেন। এ অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত মহিলা বীর মুক্তিযোদ্ধারা তাদের অনুভূতি প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/১৫ফেব্রয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিহত ঢাবি শিক্ষার্থী সাম্যকে নিয়ে যা জানা গেল
বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা