কুড়িগ্রামে ৩ সন্তানের জনকের বিষপানে আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৪| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৩
অ- অ+

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইঁদুর মারার বিষ পান করে তিন সন্তানের জনক মজিবর রহমান (৪০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইক ডাঙ্গা গ্রামে। তিনি ওই গ্রামের দীন উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার জানায়, তিন সন্তান ও স্ত্রীর ভরণ-পোষণ করতে হিমশিম খাচ্ছিল মজিবর, সংসার নানা টানাপোড়নের মধ্য দিয়ে চলছিল। বিভিন্ন কারণে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হচ্ছিল।

স্থানীয়রা জানান, পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এই কলহের জের ধরে এক পর্যায়ে তিনি সবার অগোচরে ইঁদুর মারার সাদ্দাম গ্যাস নামক বিষের ট্যাবলেট খেয়ে নিজ বাড়ি পাইকেরছড়া ইউনিয়নের পাইক ডাঙ্গার উদ্দেশে চলে যান, নিজ বাড়িতে গিয়ে অসুস্থ হলে এবং বিষের তীব্র যন্ত্রণা শুরু হলে বিষয়টি শ্বশুরবাড়িতেও জানতে পারে। পরিবারের লোকজন টের পেয়ে মঙ্গলবার রাতে তাকে দ্রুত ভুরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে যান্। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা