ফের টানা তৃতীয় দিনে করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ৬৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২২, ১৭:১৬
অ- অ+

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই কমছে। গত ২৪ ঘণ্টায় (২৫ মার্চ সকাল ৮টা থেকে ২৬ মার্চ সকাল ৮টা) করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে ফের টানা তৃতীয় দিনের মতো করোনায় মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ। এর আগে গত দুই দিন ধরে দেশে করোনাতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় তার আগের দিনের তুলনায় করোনাতে নতুন রোগী শনাক্ত কমেছে, কমেছে শনাক্তের হারও।

শনিবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে কারও মৃত্যু হয়নি। এর আগে, গত ২৫ এবং ২৪ মার্চেও দেশ করোনাতে মৃত্যুহীন ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬৫ জন। শুক্রবার ১০২ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল অধিদফতর। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ, গতকাল যা ছিল এক দশমিক শূন্য তিন শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ৬৫ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জন আর মারা গেলেন ২৯ হাজার ১১৮ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৮৩ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে সাত হাজার ২৩৪টি আর পরীক্ষা হয়েছে সাত হাজার ৩৩৬টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৯৮৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৪৮ হাজার পাঁচটি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ৩১ হাজার ৯৭৮টি।

দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২০ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

(ঢাকাটাইমস/২৬মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: ৬ মডেল ও ৩ নির্মাতাকে আইনি নোটিশ
জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের রায় ১ জুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা