কালিয়াকৈরে বাজারে আগুন, পুড়ল ১৫ দোকান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের একটি টিনসেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে হঠাৎ এ অগ্নিকাণ্ডটি ঘটে। এতে মার্কেটের ছোট বড় মিলিয়ে ১৫টি দোকান ও ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, জুমার নামাজ শেষের দিকে সফিপুর কাচা বাজারের টিনসেড মার্কেটের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মূহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে যায়। দোকান মালিক ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে ঝাপিয়ে পড়ে। এদিকে ৯৯৯ কল পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ৯৯৯ এ খবর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
(ঢাকাটাইমস/৮এপ্রিল/এলএ)

মন্তব্য করুন