ঢাকা টাইমসের ১০ম বর্ষে পদার্পণে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শুভেচ্ছা

আত্মপ্রকাশের ৯ বছর পেরিয়ে আজ দশম বর্ষে পদার্পণে ঢাকা টাইমসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মো. ইকবাল আমীন ও সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন।
শনিবার (১৪ মে) দপ্তর সম্পাদক মারুফ সরকার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় প্রতিষ্ঠানটির সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের মতো রাষ্ট্রে গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণ মানুষ এসব গণমাধ্যম থেকে খবর পড়ে থাকে। আর সেই খবরের ওপর ভিত্তি করে তারা তাদের মতামত তৈরি করে থাকে।
(ঢাকাটাইমস/১৪মে/এমআই)

মন্তব্য করুন