ডাচদের দায়িত্বে বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০২২, ১৬:৩৫

নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক। রায়ান ক্যাম্পবেলের জায়গা আপাতত দায়িত্ব পালন করবেন দিনি।

গত মাসে হৃদরোগে আক্রান্ত হন নেদারল্যান্ডসের নিয়মিত প্রধান কোচ রায়ান ক্যাম্পবেল। পরে হাসপাতালে ভর্তি হন তিনি। কিছুদিন বাদে কোমায় চলে যান এই অস্ট্রেলিয়ান। পরবর্তীতে কোমা থেকে ফিরে কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান ক্যাম্পবেল।

নেদারল্যান্ডসের দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করে কুক বলেন, ‘আমি এই দলে যোগ দিতে পেরে সম্মানিত বোধ করছি এবং আগামী কয়েক মাস খেলোয়াড় ও অন্যান্য কোচদের সাথে কাজ করার উন্মুখ হয়ে আছি। সামনে দারুন সূচি রয়েছে এবং দলকে আরো শক্তিশালী করাই আমার লক্ষ্য ।’

(ঢাকাটাইমস/১৫মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :