ইউক্রেনে এক-তৃতীয়াংশ রুশ স্থলসেনা নিহতের দাবি যুক্তরাজ্যের

প্রায় তিন মাসের চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর এক-তৃতীয়াংশ স্থলসেনা মারা গেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দারা।
এক টুইট প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘শুরুর দিকে ছোট ছোট অগ্রগতি সত্ত্বেও রাশিয়া গত এক মাসে যথেষ্ট আঞ্চলিক নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে। এই সময়ে ধারাবাহিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে রুশ বাহিনীর। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে পাঠানো রাশিয়ার স্থলসেনাদের এক-তৃতীয়াংশ প্রাণ হারিয়েছে।’
আগামী এক মাসে নাটকীয়ভাবে যুদ্ধের কোনো পরিবর্তন হবে না বলেও জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
(ঢাকাটাইমস/১৬মে/ আরআর)

মন্তব্য করুন