দূষণে ভারতে প্রতিবছর মৃত্যু ২৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক. ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২২, ১১:১৫| আপডেট : ১৯ মে ২০২২, ১৩:২৬
অ- অ+

দূষণের তালিকায় বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। বায়ু, পানি, জৈব ও শিল্প বর্জ্য, যানবাহন ইত্যাদি থেকে দূষণজনিত কারণে ভারতে প্রতিবছর অন্তত ২৪ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। চীনে মৃত্যু হচ্ছে ২২ লাখ। তালিকায় যুক্তরাষ্ট্র সপ্তমে। সেখানে দূষণে বছরে এক লাখ ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। আর বিশ্বে মোট মৃত্যু অন্তত ৯০ লাখ।

সম্প্রতি দূষণ সংক্রান্ত একটি আন্তর্জাতিক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে।

দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে এই সমীক্ষা প্রতিবেদন প্রকাশিত হয়।

সমীক্ষা প্রতিবেদনটি জানাচ্ছে, ২০০০ সাল থেকে পরবর্তী দু’দশকে দূষণে মৃত্যুর সংখ্যা ৫৫ শতাংশেরও বেশি বেড়েছে। সমীক্ষক দলের অন্যতম সদস্য আমেরিকার বস্টন কলেজের ‘গ্লোবাল পাবলিক হেল্‌থ প্রোগ্রাম’ এবং ‘গ্লোবাল পলিউশন অবজারভেটরি’-র ডিরেক্টর ফিলিপ ল্যান্ডরিগান জানিয়েছেন, দূষণে মৃতদের মধ্যে বড় অংশ ‘প্যাসিভ স্মোকিং’য়ের শিকার।

উল্লেখ্য, ২০১৮ সালে একটি আন্তর্জাতিক সমীক্ষায় বিশ্বের ১৮০টি দেশের মধ্যে দূষণ-তালিকায় ১৭৭ নম্বরে ছিল ভারত। এর পর ‘স্টেট অব গ্লোবাল এয়ার ২০১৯’-এর রিপোর্ট জানিয়েছিল, বায়ুদূষণের প্রভাবে প্রতিবছর ভারতে ১২ লাখ মানুষের মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/১৯মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ঢালাইয়ের সময় ছাদ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা