সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২২, ১৮:১৮
অ- অ+

সিরিয়ার রাজধানী দামেস্কে ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল। এই হামলায় তিনজন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সংবাদটি নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ক্ষেপণাস্ত্রগুলি এসেছিল এবং সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু হামলা ঠেকিয়েছে।

সিরিয়ার সরকারী বার্তা সংস্থা সানা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি প্রতিপক্ষরা আগ্রাসন চালিয়েছে, যার ফলে তিনজন নিহত এবং বস্তুগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার পর্যবেক্ষক জানিয়েছে, নিহত তিনজন সামরিক কর্মকর্তা। এছাড়াও বিমান প্রতিরক্ষা বাহিনীর চারজন সদস্য আহত হয়েছেন। দামেস্কের ইরানি স্থাপনা এবং অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে হামলাগুলো চালিয়েছে ইসরায়েল।

সিরিয়ান অবজারভেটরির মতে, দামেস্ক বিমানবন্দরের কাছে একটি ইরানি অবস্থানে হামলার কারণে আগুন লেগেছে এবং সেখানে অ্যাম্বুলেন্স ছুটে আসতে দেখা গেছে।

তবে হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সরকারী সৈন্যদের পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ গ্রুপের যোদ্ধাদের লক্ষ্য করে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

যদিও ইসরায়েল খুব কমই ব্যক্তিগত হামলার বিষয়ে মন্তব্য করে, তবে তারা শত শত হামলা চালানোর কথা স্বীকার করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী চিরশত্রু ইরানকে ঘায়েল করার জন্য প্রয়োজনীয় সামরিক অভিযান পরিচালনা করেছে।

সিরিয়ার সংঘাতে প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছে এবং দেশটির যুদ্ধপূর্ব জনসংখ্যার প্রায় অর্ধেক তাদের বাড়িঘর ছেড়েছে।

(ঢাকাটাইমস/২১মে/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা