সরকারি বাধা পেরিয়ে পাঞ্জাবে ইমরান খানের লংমার্চ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ মে ২০২২, ২২:১৯ | প্রকাশিত : ২৫ মে ২০২২, ২০:৫০

বর্তমান সরকার ভেঙ্গে নতুন করে নিবার্চন দেওয়ার দাবি নিয়ে দেশজুড়ে আজাদি লং মার্চ কর্মসূচি পালন করছে ইমরান খানের পিটিআই সমর্থকরা। কিন্তু বুধবার পিটিআই-এর আজাদি মার্চ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পিটিআই সমর্থকদের ওপর কাঁদানে গ্যাস ও লাঠি চার্জ করে পুলিশ। পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে ইসলামাবাদে আসার প্রধান সড়কগুলো অবরুদ্ধ করে দিয়েছে সরকার।

ডনের খবরে বলা হয়, পুলিশ ইসলামাবাদে যাওয়ার পথ শিপিং কনটেইনার দিয়ে অবরুদ্ধ করে রাখে। পিটিআই দলের কর্মীরা সেগুলো সরিয়ে ইসলামাবাদ যাওয়ার চেষ্টা করেছিল৷ তাদের মধ্য থেকে প্রদেশের বিভিন্ন শহরের বেশ কয়েকজন পিটিআই মিছিলকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এতে উত্তেজনা বেড়ে যায় পাঞ্জাবে।

সন্ধ্যা ৬ টার পর খাইবার পাখতুনখোয়া থেকে বের হওয়া লং মার্চের দলের সঙ্গে যুক্ত হন পিটিআই প্রধান ইমরান খান। মিছিলকারীদের প্রদেশে প্রবেশ ঠেকাতে অ্যাটক ব্রিজে ব্যারিকেড স্থাপন করেছিল পাঞ্জাব সরকার। সেগুলি সরানোর পর অ্যাটক থেকে পাঞ্জাবে প্রবেশ করতে সক্ষম হয়েছেন ইমরান খান।

এর আগে পূর্ণ শক্তি দিয়ে পিটিআইয়ের ‘আজাদি মার্চ’ ঠেকানোর কথা জানিয়েছিল সরকার। ইতোমধ্যে পিটিআই নেতা কর্মীদের বিরুদ্ধে পুলিশি অভিযানও চালানো হয়েছে। রাজধানী ইসলামাবাদসহ লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে।

লং মার্চ ঠেকানোর জন্য প্রয়োজনে ইমরান খানকে গ্রেপ্তার করার পরিকল্পনার কথাও শুনা গেছে পাকিস্তানি মিডিয়ায়।

(ঢাকাটাইমস/২৫মে/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলা  

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের প্রতিশ্রুতি নেতানিয়াহুর

মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় ক্ষুব্ধ ইসরায়েল, চলছে তদবির

এই বিভাগের সব খবর

শিরোনাম :