পদ্মা সেতু উদ্বোধনের আমন্ত্রণ গ্রহণ করেনি বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুন ২০২২, ১৩:১৫ | প্রকাশিত : ২২ জুন ২০২২, ১২:২১

পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র গ্রহণ করেনি বিএনপি।

বুধবার বেলা ১১টার দিকে বিএনপির সাত নেতার জন্য আমন্ত্রণপত্র নিয়ে রাজধানীর নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যান সেতু বিভাগের উপ-সচিব দুলাল চন্দ্র সূত্রধর। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন তিনি।

পরে রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তারা আমন্ত্রণপত্র দিয়ে গেছেন। আমরা সেটা রিসিভ করিনি।

তিনি বলেন, ‘আমি অফিসে ছিলাম। সেতু বিভাগের কর্মকর্তারা কার্ড দিয়ে গেছেন। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ- এই সাতজনের নামে আমন্ত্রণপত্র পাঠিয়েছিল সেতু কর্তৃপক্ষ। আমন্ত্রণপত্র দেওয়ার পর সেতু বিভাগের উপ-সচিব সাংবাদিকদের বলেন, ‘আমি সেতু বিভাগের পক্ষ থেকে পদ্মা সেতু উদ্বোধনের আমন্ত্রণপত্র দিতে এসেছি।’

জানতে চাইলে দলের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে সেতু বিভাগের কর্মকর্তা পদ্মা সেতু উদ্বোধনের আমন্ত্রণপত্র দিয়ে গেছেন।’

(ঢাকাটাইমস/২২জুন/কেআর/এফএ/আরকেএইচ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :