বাণিজ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, যুবক গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুন ২০২২, ১৫:৫৮ | প্রকাশিত : ২৭ জুন ২০২২, ১৪:৪৪

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে মো. আলমগীর হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রবিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর গ্রামে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ও ১০টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

সিআইডির ভাষ্য, আলমগীর দীর্ঘদিন ধরে বাণিজ্যমন্ত্রীসহ বিভিন্ন এমপি-মন্ত্রীর ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে প্রতারণার ফাঁদ তৈরি করেন। ওই আইডিতে নিয়মিত মন্ত্রীর বিভিন্ন কর্মসূচির ছবি পোস্ট করে প্রচারণা চালাচ্ছিলেন।

সোমবার দুপুরে সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।

সংবাদ সম্মেলনে রেজাউল মাসুদ বলেন, ‘এক ভুক্তভোগী নারী সিআইডির সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ করেন, কিছু দিন আগে বাণিজ্যমন্ত্রীর ফেসবুক আইডি থেকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। ওই নারী রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নেন। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন যে ওই ব্যক্তি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী নন।’

আলমগীরের বরাত দিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, ‘বাণিজ্যমন্ত্রীর নামে ভুয়া আইডি খুলে বিভিন্ন এলাকার চাকরি প্রত্যাশীদের বিশেষ করে মেয়েদের টার্গেট করতেন আলমগীর। পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন। তিনি অসহায় নারীদের আস্থা অর্জন করে কৌশলে তাদের কাছ থেকে ব্যক্তিগত ছবি নিতেন। পরবর্তীতে ওইসব ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতেন। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের নামে ভুয়া আইডি খুলে সেখানে তাদের গোপন ছবিও ছেড়ে দিতেন।’ আলমগীরের বিরুদ্ধে কাফরুল থানায় আজ সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে সিআইডি। মামলা নম্বর ২৪।

(ঢাকাটাইমস/২৭জুন/এএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

বহিষ্কৃত কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: অন্তর্বাসে লুকিয়ে রাখার ডিভাইস দিতো চক্রটি, ৫ মিনিটে শেষ হতো উত্তর

চক্রের টার্গেট নিম্ন আয়ের মানুষ, চাকরির প্রলোভনে ভারতে নিয়ে কিডনি বিক্রি

আনসারুল্লাহ বাংলা টিমের এজাহারভুক্ত পলাতক সদস্য গ্রেপ্তার

মিল্টনের ডেরায় পাওয়া যুবকের পেটে কাটা দাগ, রহস্য জানতে স্বাস্থ্য পরীক্ষা!

টাকায় কেনা কারিগরি বোর্ডের সনদের তালিকা পেয়েছে ডিবি

বেইলি রোডে আগুন: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে ‘কাচ্চি ভাই’র মালিক

৪২০ টাকা মূল্যের ওমানি মুদ্রা লাখে বিক্রি, গ্রেপ্তার ৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীতে র‌্যাবের হাতে ১২ চাঁদাবাজ গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :