যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২২, ১৪:৪১
অ- অ+

যশোরে ট্রাকের ধাক্কায় শাহিন আলম (৩০) নামে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এদুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় এদিন দিবাগত রাত ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মোটরসাইকেল চালক মাগুরা জেলার শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মসলেম বিশ্বাসের ছেলে।

হাইওয়ে পুলিশ ও যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত মোটরসাইকেল চালক শাহিন আলম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। মোটরসাইকেল ভাড়া নেওয়ার জন্য একজন যাত্রী শাহিন আলমকে ফোন করেন। শাহিন আলম ফোন পেয়ে ওই যাত্রীকে নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় পৌঁছালে পাইকপাড়াগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, এটা আমাদের ব্যাপার না এটা হাইওয়ের ব্যাপার হাইওয়ের সঙ্গে যোগাযোগ করেন।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এটা আমাদের নলেজে নাই। ছোটখাটো ঘটনা হলে স্থানীয় ফাঁড়ি এগুলো দেখে।

(ঢাকাটাইমস/২৯জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
৪৪তম বিসিএস: পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন ডা. শামীম শাহরিয়ার
ইতিহাসে তাৎপর্যময় ১০ মহররম, যা ঘটেছে যা ঘটবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা