খুলনায় একাধিক মামলার আসামিকে দুর্বৃত্তদের গুলি করে হত্যা

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২২, ২২:৪৬| আপডেট : ৩০ জুন ২০২২, ০৮:১০
অ- অ+

খুলনায় একাধিক হত্যা মামলার এক আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মোল্লা জুলকার নাইম ওরফে মারজান আহমেদ ওরফে মুন্না (৩৪)। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর খালিশপুর থানার মুজগুন্নী বাসস্ট্যান্ডের সামনে এ হত্যার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত জাহাঙ্গীর আলম।

নিহত মুন্না খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামের মোল্যাবাড়ীর মৃত সোহরাব মোল্যার পুত্র। তিনি ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম গাজী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এছাড়া উপজেলার সেনহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মুন্না নগরীর মুজগুন্নী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল সে। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার মাথায় গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি। তবে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।

(ঢাকাটাইমস/২৯জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না আওয়ামী লীগ’
হাসিনা-রেহানা জয়-পুতুলের নামে সমন বিজ্ঞপ্তির নির্দেশ
‘আরএমপি এখন রাজশাহী মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে জনগণের আস্থা’
ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা