রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১ জুলাই) রাতে ক্ষেত পাহারা দিতে বের হয়ে আবদুল আজিজ (৬৫) নামে ওই কৃষকের মৃত্যু হয়। শনিবার সকালে তার লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।
আবদুল আজিজের (৬৫) বাড়ি উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বপারা গ্রামে।
নিহত ব্যক্তির স্বজনরা জানান, কয়েক দিন ধরে রাতে পাহাড় থেকে নেমে বন্য হাতির দল ওই কৃষকের ক্ষেত বিনষ্ট করে দিচ্ছিল। শুক্রবার (১ জুলাই) রাত আটটার দিকে ওই ক্ষেত পাহারা দিতে যান কৃষক আবদুল আজিজ। এরপর রাতে আর তিনি ফেরেননি। কৃষক আবদুল আজিজের প্রতিবেশী স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, শনিবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক ওই পাহাড়ি এলাকায় গেলে আজিজের লাশ দেখতে পান। শরীরে হাতির পায়ে পিষ্ট হওয়ার চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় বন্য হাতি তার ওপর আক্রমণ করে বলে ধারণা করা হচ্ছে। তার লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক মারা যাওয়ার খবর পেয়েছেন।
(ঢাকাটাইমস/০২জুলাই/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

গাজীপুরে ছিনতাই-মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার ৭

যাত্রা বাতিল করে মাঝপথ থেকে ফিরে গেল ঢাকাগামী ট্রেন, চরম ভোগান্তি

৩০০ টাকা মজুরির দাবি: দেশজুড়ে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক চা শ্রমিকদের

জাতীয় শোক দিবস পালন খুলনা ওজোপাডিকোর

নানা কর্মসূচির মধ্যে দিয়ে ড. কাজী এরতেজা হাসানের জাতীয় শোক দিবস পালন

শোক দিবসের র্যালিতে যুব মহিলা লীগের মারামারি, ভিডিও ভাইরাল

৬ষ্ঠ শ্রেণির চাচাত বোনকে ধর্ষণ শেষে গলা টিপে হত্যা

বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের শোষিত মানুষের নেতা: শিক্ষামন্ত্রী

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল নেমে পর্যটক নিখোঁজ, উদ্ধার ২
