বিসিএসের স্বপ্ন পূরণ হলো না বুলবুলের, বাড়িতে মাতম চলছে

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২২, ২০:২৯
অ- অ+

বুলবুল ছিলেন চার ভাই-বোনের মধ্যে সবার ছোট। অভাবের পরিবারে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা করতেন তিনি। স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হয়ে বাবা-মাকে দরিদ্রতা থেকে মুক্তি দেওয়ার। কিন্তু দুর্বৃত্তের ছুরির আঘাত সব স্বপ্ন মুছে দিল। ছেলে বাড়ি ফিরল লাশ গত সোমবার সন্ধ্যায় শাবিপ্রবি ক্যাম্পাসের গাজী কালুর টিলায় ছুরিকাঘাতে নিহত হন লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ।

তার গ্রামের বাড়ি নরসিংদীর শহরের ভেলানগর এলাকার চৌচালা আধাপাকা টিনের ঘর। জীর্ণ সেই ঘরে সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে। তাই বারান্দার চালায় পলিথিন দিয়ে সেই ঘরে স্বপ্ন বুনেছিলেন এক মেধাবী তরুণ। সেই স্বপ্নের পথে হাঁটতেই মেধাবী শিক্ষার্থী বুলবুল আহমেদ ভর্তি হয়েছিলেন দেশের অন্যতম সেরা বিদ্যপীঠ শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের তৃতীয় বর্ষের ছাত্র বুলবুল গত ৭ মাস পূর্বে পিতা ওয়াহাব মিয়াকে হারিয়েছেন।

২ ভাই ২ বোনের মধ্যে বুলবুলের একমাত্র বড় ভাইয়ের বেসরকারি চাকরি, বোনের অনলাইন পণ্য বিক্রি ও বুলবুলের টিউশনির টাকায় চলত তাদের ৫ সদস্যের সংগ্রামী জীবন। স্বপ্ন ছিল, বুলবুল বিসিএস ক্যাডার হবেন। হাল ধরবেন নিম্মবিত্ত এই সংসারের, সেই স্বপ্ন মুছে গেলো দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে।

অপরদিকে মা ইয়াসমিন বেগমের কাছে গতকালই নতুন জুতা কেনার টাকা চেয়েছিল বুলবুল। নিম্নবিত্ত মা সেই শখ পূরণ করতে পারেননি। বারবার আফসোস করে একই প্রলাপ বকছেন তিনি।

নিহত বুলবুলের মা ইয়াসমিন বেগম, ছিনতাইকারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছি দাবি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের। দোষীদের চিহ্নিতের আবেদন নিহত বুলবুলের স্বজন ও সহপাঠীদের।

বুলবুলের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো এলাকা। কেউ মেনে নিতে পারছে না বুলবুলের অস্বাভাবিক মৃত্যু। তাই সকলের দাবি খুনিদের দৃষ্টান্তমূলক বিচার।

সন্ধ্যা ৭টায় নিহত শিক্ষার্থী বুলবুলের মরদেহ তার গ্রামের বাড়ি নরসিংদীর ভেলানগরে পৌঁছে। রাতে স্থানীয় ভেলানগর ঈদ গাহ মাঠে তার জানাজা শেষে মাধবদী পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

মেধাবী শিক্ষার্থী বুলবুল ২০১৬ সালে নরসিংদী সদরের কালিকুমার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৮ সালে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাস করেন। একই বছর ডিসেম্বরে ভর্তি হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ
কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার
প্রধান উপদেষ্টার চট্টগ্রাম বন্দর পরিদর্শন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা