বিসিএসের স্বপ্ন পূরণ হলো না বুলবুলের, বাড়িতে মাতম চলছে

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০২২, ২০:২৯

বুলবুল ছিলেন চার ভাই-বোনের মধ্যে সবার ছোট। অভাবের পরিবারে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা করতেন তিনি। স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হয়ে বাবা-মাকে দরিদ্রতা থেকে মুক্তি দেওয়ার। কিন্তু দুর্বৃত্তের ছুরির আঘাত সব স্বপ্ন মুছে দিল। ছেলে বাড়ি ফিরল লাশ গত সোমবার সন্ধ্যায় শাবিপ্রবি ক্যাম্পাসের গাজী কালুর টিলায় ছুরিকাঘাতে নিহত হন লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ।

তার গ্রামের বাড়ি নরসিংদীর শহরের ভেলানগর এলাকার চৌচালা আধাপাকা টিনের ঘর। জীর্ণ সেই ঘরে সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে। তাই বারান্দার চালায় পলিথিন দিয়ে সেই ঘরে স্বপ্ন বুনেছিলেন এক মেধাবী তরুণ। সেই স্বপ্নের পথে হাঁটতেই মেধাবী শিক্ষার্থী বুলবুল আহমেদ ভর্তি হয়েছিলেন দেশের অন্যতম সেরা বিদ্যপীঠ শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের তৃতীয় বর্ষের ছাত্র বুলবুল গত ৭ মাস পূর্বে পিতা ওয়াহাব মিয়াকে হারিয়েছেন।

২ ভাই ২ বোনের মধ্যে বুলবুলের একমাত্র বড় ভাইয়ের বেসরকারি চাকরি, বোনের অনলাইন পণ্য বিক্রি ও বুলবুলের টিউশনির টাকায় চলত তাদের ৫ সদস্যের সংগ্রামী জীবন। স্বপ্ন ছিল, বুলবুল বিসিএস ক্যাডার হবেন। হাল ধরবেন নিম্মবিত্ত এই সংসারের, সেই স্বপ্ন মুছে গেলো দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে।

অপরদিকে মা ইয়াসমিন বেগমের কাছে গতকালই নতুন জুতা কেনার টাকা চেয়েছিল বুলবুল। নিম্নবিত্ত মা সেই শখ পূরণ করতে পারেননি। বারবার আফসোস করে একই প্রলাপ বকছেন তিনি।

নিহত বুলবুলের মা ইয়াসমিন বেগম, ছিনতাইকারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছি দাবি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের। দোষীদের চিহ্নিতের আবেদন নিহত বুলবুলের স্বজন ও সহপাঠীদের।

বুলবুলের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো এলাকা। কেউ মেনে নিতে পারছে না বুলবুলের অস্বাভাবিক মৃত্যু। তাই সকলের দাবি খুনিদের দৃষ্টান্তমূলক বিচার।

সন্ধ্যা ৭টায় নিহত শিক্ষার্থী বুলবুলের মরদেহ তার গ্রামের বাড়ি নরসিংদীর ভেলানগরে পৌঁছে। রাতে স্থানীয় ভেলানগর ঈদ গাহ মাঠে তার জানাজা শেষে মাধবদী পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

মেধাবী শিক্ষার্থী বুলবুল ২০১৬ সালে নরসিংদী সদরের কালিকুমার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৮ সালে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাস করেন। একই বছর ডিসেম্বরে ভর্তি হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :