টঙ্গীতে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২২, ১৪:১০| আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৪:১২
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে তারাটেক্স গার্মেন্টসের সামনে থেকে ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাইকরা একটি অটোরিকশা উদ্ধার করা হয়। এছাড়া একটি ছুরি জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- সোহেল (২৫), ওলি (২৭)।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে অভিযানে নামে পুলিশ। এসময় আশামনি পার্কের সামনে ছিনতাইয়ের শিকার শফিকুল ইসলাম (৩৮) নামে একজনকে মুখে টেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তারাটেক্স গার্মেন্টসের সামনে থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

এসময় ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ছুরি ও টেপ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
আবারো কন্যা সন্তানের বাবা হলেন নেইমার
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা