উপাচার্য নির্বাচনে জাবি অধ্যাপক মোতাহার হোসেনের প্রার্থিতা প্রত্যাহার

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২২, ১৮:৫৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন কাফী-তপন-মোতাহার প্যানেলের প্রার্থী অধ্যাপক মোতাহার হোসেন।

শুক্রবার বিকাল ৫টায় নির্বাচনের রিটার্নিং অফিসারের নিকট লিখিত ও মৌখিকভাবে তিনি এ প্রার্থিতা প্রত্যাহার করেন।

এ বিষয়ে অধ্যাপক মোতাহার হোসেন জানান, সিনেট সদস্যদের আমার নাম প্রস্তাব ও সমর্থনেরভিত্তিতে আমি বৈধভাবে প্রার্থী হয়েছিলাম। পরবর্তীতে স্বেচ্ছায় রিটার্নিং অফিসারের নিকট লিখিতভাবে আমি প্রত্যাহারপত্র দিয়েছি। একইসাথে সিনেট হলে মৌখিকভাবেও ঘোষণা দিয়েছি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর শিক্ষক পরিষদ’ ও প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক আবদুল্লাহ হেল কাফীর নেতৃত্বাধীন প্যানেল থেকে অধ্যাপক মোতাহার হোসেন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তার প্রার্থিতা প্রত্যাহারে মাধ্যমে জাবি উপাচার্য প্যানেল নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :