জাবি উপ-উপাচার্য নুরুল আলমের মেয়াদ শেষ হবে রবিবার

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২২, ১৯:০৮
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলমের মেয়াদ শেষ হচ্ছে রবিবার (১৪ আগস্ট)।

জাবি অধ্যাদেশের ১৩(১) ধারা অনুযায়ী ২০১৮ সালে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন , যার মেয়াদ শেষ হচ্ছে রবিবার।

বিষয়টি নিশ্চিত করে নুরুল আলম বলেন,'২০১৮ সালের ১৪ আগস্ট অপরাহ্নে রাষ্ট্রপতি আমাকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেন। হিসেব মোতাবেক ১৪ আগস্ট পূর্বাহ্নে আমার মেয়াদ শেষ হবে।'

উপ-উপাচার্য থাকা অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান তিনি। পদার্থ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক ৬৫ বছর পূর্ণ হওয়ায় এবছর গত ২৯ জুন অধ্যাপক হিসেবে দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন । তবে উপ-উপাচার্য হিসেবে তার দায়িত্বকাল পূর্ণ না হওয়ায় স্ব দায়িত্বে বহাল ছিলেন এতো দিন।

এদিকে, অস্থায়ী উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচন করা হয়েছে। যেখানে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. আমির হোসেন, অধ্যাপক ড. নূরুল আলম ও অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার। এই তিনজনের প্যানেল থেকেই রাষ্ট্রপতি পরবর্তী উপাচার্য নিয়োগ দেবেন বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা