ফরিদপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানের জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০২২, ২০:১৮

নিত্যপণ্য, ব্রয়লার মুরগি, ডিমের দোকানে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে অভিযান চালায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার।

শুক্রবার ফরিদপুর শহরের হাজী শরীয়তউল্লাহ বাজারে বিভিন্ন নিত্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে এই অভিযান চালানো হয়। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, এই অভিযানে ব্রয়লার ও ডিমের দামে কারসাজি করা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং পাইকারি ও খুচরা পর্যায়ে ক্রয় রশিদ না দেয়ার অপরাধে ফরিদপুর শহরের হাজী শরীয়তউল্লাহ বাজারে ডিম বিক্রেতা মেসার্স রাকিব এন্টারপ্রাইজ, ব্রয়লার মুরগি বিক্রেতা মেসার্স আলী স্টোর ও মেসার্স জেরিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :