২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫৩ ডেঙ্গুরোগী ভর্তি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এক দিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সর্বোচ্চ সংখ্যা এটি। তবে এ সময়ে কোনো ডেঙ্গুরোগীর মৃত্যু হয়নি।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১৫৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন। তাদের ১০৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে, বাকি ৪৬ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।
বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৫১৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪৩০ জন ঢাকায় ও ৮৬ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ২৩ আগস্ট পর্যন্ত মোট চার হাজার ৭৭২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ২৩৭ জন।
গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৯ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/মোআ)

মন্তব্য করুন