সাবেক এমপি-পুত্রের বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ, ‘অনুতাপে পুড়ছেন’ সালওয়া

ফেসবুকে এক পোস্ট দিয়ে মৌলভীবাজার- ২ আসনের জাতীয় পার্টির (কাজী জাফর) সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাছ খানের ছেলে নবাব আলী হাসিব খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন নবাগত চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া। লেখেন, হাসিব তাকে প্রাণনাশসহ নানা রকম হুমকি দিচ্ছেন। এও লেখেন, তার কোনো ক্ষতি হলে হাসিব দায়ী থাকবেন।
বুধবার বিকালে দেওয়া ও পোস্টের কয়েক ঘণ্টা না যেতেই নিজের ভোল বদল করলেন সালওয়া। ফেসবুকে করা অভিযোগ মিথ্যা উল্লেখ করে অভিনেতা জানালেন, তিনি অনুতাপে পুড়ছেন। এমনটা করা উচিত হয়নি।
সালওয়ার কথায়, ‘আমারভুল হয়েছে। এটা আমি স্ট্যাটাস দিয়ে ইতোমধ্যে জানিয়েছি। কিন্তু তার আগে রাগের মাথায় দেওয়া স্ট্যাটাস নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হয়ে গেছে। খুব অনুতাপ হচ্ছে আমার। আসলে সম্পর্কের মাঝে রাগারাগি করে অনেকেই অনেক কথা বলে। তাই বলে সত্যি সত্যি কেউ আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে, এটা সঠিক নয়।’
এর আগে বুধবার বিকালে দেওয়া প্রথম পোস্টে ‘বীরত্ব’র নায়িকা লেখেন, ‘সিলেটের অতি স্বনামধন্য নবাব পরিবারের সন্তান সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খানের পুত্র নবাব আলী হাসিব খান আমাকে উপর্যুপরি প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। আমার কোনো ক্ষতি হলে তিনি দায়ী থাকবেন।’
এই পোস্টের পর সালওয়া সংবাদমাধ্যমকে বলেন, হাসিবের সঙ্গে তার ছয় মাসের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন ধরে সালওয়াকে তিনি মানসিকভাবে নানা ধরনের চাপ দিচ্ছেন। সিনেমা মুক্তির পর সেই মাত্রা আরও বেড়েছে।
নায়িকা বলেন, ‘হাসিব আমাকে এখনই বিয়ে করতে চায়। তাছাড়া আমি কোথায় যাচ্ছি, কী করছি, সবই তাকে প্রতি মুহূর্তে জানাতে হবে। এসব চাপ আমি আর নিতে পারছি না। এ কারণে আমি তার সঙ্গে সম্পর্ক রাখতে চাইনি। এটি শোনার পর থেকে সে আমাকে মেরে ফেলাসহ নানা ধরনের হুমকি দিচ্ছে। ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছেড়ে দেওয়ার হুমকিও দিচ্ছে।’
এ বিষয়ে সালওয়া খুব শিগগির আইনের আশ্রয় নেবেন বলেও জানান।
তবে সালওয়ার অভিযোগ অস্বীকার করেন নবাব আলী হাসিব খান। দাবি করেন, তিনি সালওয়াকে কোনো হুমকি দেননি। হাসিব বলেন, ‘আমাদের প্রেমের সম্পর্ক। দুজনের ঝগড়া হয়েছে। ঝগড়া হতেই পারে। আমি মেরে ফেলার কে? আর ব্যক্তিগত ভিডিওই বা কাকে দেব, কোথায় ছাড়ব? এটা কোনো দিন হয়? এসব অভিযোগ সত্যি নয়।’
এদিকে প্রথম পোস্টটি দেওয়ার কয়েক ঘণ্টা না যেতে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেন সালওয়া। লেখেন, ‘কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্যের কারণে রাগের বশবর্তী হয়ে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সিলেটের সবাই আশা করছি ব্যাপারটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এভাবে রাগ করে ব্যক্তিগত সম্পর্কের ঝগড়ার কথা আমার পাবলিকলি বলা ঠিক হয়নি। আমরা পারিবারিকভাবে বিষয়টি সমাধান করে ফেলেছি। এটাকে নিয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধ রইল। ধন্যবাদ।’
কিন্তু কয়েক ঘণ্টা না যেতে কেন এভাবে ভোল বদল করলেন নবাগত এই নায়িকা। কানাঘুষা চলছে, নানামুখী চাপে পড়ে নিজের অভিযোগ থেকে সরে আসতে বাধ্য হয়েছেন সালওয়া। কিন্তু কিসের চাপ? কাদের চাপ? কোন ভয়ে নিজের বক্তব্য পাল্টালেন অভিনেত্রী? এ সম্পর্কে জানতে সালওয়াকে একাধিক বার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসেন নিশাত নাওয়ার সালওয়া। কিছু বিজ্ঞাপন, নাটক ও মিউজিক ভিডিও করে তিনি পরিচিতি পান। সম্প্রতি তার চলচ্চিত্রে অভিষেক হয়েছে ‘বীরত্ব’ সিনেমার মাধ্যমে। সেখানে তিনি একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন। ‘বীরত্ব’র নায়ক মামনুন হাসান ইমন।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এএইচ)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

একসঙ্গে অনন্ত-বর্ষার এক যুগ

যৌন সুড়সুড়ির অভিযোগে পরীমনির ‘পাফ ড্যাডি’ বন্ধে আইনি নোটিশ

লিংক খুঁজতে না করলেন তাসনিয়া ফারিণ

জোতিকা জ্যোতির ‘নিশিবক’

বিচ্ছেদের দুই বছর পর ফের বিয়ে করছেন স্বাগতা

বিচ্ছেদের নোটিশ হাতে পেয়ে রাজ বললেন, ‘আলহামদুলিল্লাহ’

নিপুণ বলেছিলেন তিনি জিতলেই পপি প্রকাশ্যে আসবেন! তাহলে? কোথায় নায়িকা?

জায়েদ খানের সঙ্গে হোটেলে সময় কাটানো নিয়ে যা বললেন সায়ন্তিকা

সিয়াম-ফারিণের ‘পুনর্মিলনে’
