অনৈতিক সম্পর্ক: চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবের দণ্ডাদেশ কমল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ২১:০২

এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ানো এবং পরিবারের জন্য অতিরিক্ত রেশন তোলার অপরাধে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খাঁনের দণ্ড হিসেবে তিন বছর থেকে কমিয়ে এক বছরের ‘নিম্ন বেতন অবনমিতকরণ’ করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখার জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান জয়া আফরিন নামের এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানো এবং পরিবারের জন্য অতিরিক্ত রেশন তোলার সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) বিধি মোতাবেক ‘অসদাচরণ’ অভিযোগ প্রমাণিত হয়েছে। একই বিধিমালা ৪ (৩) (ক) বিধি মোতাবেক আদেশ দেওয়ার তারিখ থেকে এক বছরের জন্য ‘নিম্ন বেতন গ্রেড অবনমিতকরণ’ এর গুরুদণ্ড দেওয়া হয়েছে। তাই এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি একই মামলার তিন বছরের ‘বেতন গ্রেডের নিম্নতর ধাপ অবনমিতকরণ’ এর দণ্ডাদেশ বাতিল করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/এএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :