আমেরিকা থেকে ভক্তদের সুখবর দিলেন মোনালিসা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২২, ১১:৪১
অ- অ+

একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। দেশ ছেড়ে বহু বছর ধরে থাকছেন আমেরিকায়। সেখানে তিনি চাকরি করেন। দেশে আসেন মাঝেমধ্যে। সেই অপেক্ষায় থাকেন অভিনেত্রীর ভক্তরা। আমেরিকা থেকে সেই ভক্তদের সুখবর দিলেন মোনালিসা।

দেশের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সম্প্রতি এই অভিনেত্রী জানান, নতুন বছরে তিনি ফের দেশে আসছেন। শেষবার এসেছিলেন সারাবিশ্বে করোনা মহামারি হানা দেওয়ার আগে। কিছুদিন থেকে চলে গিয়েছিলেন। তিন বছর পর আসছেন আবার।

মোনালিসা বলেন, ‘দেশ ও দেশের মানুষকে খুব মিস করি। কতদিন প্রাণ ভরে শ্বাস নিতে পারি না! প্রতি মুহূর্তেই মন ছুটে যায় দেশে। কিন্তু আমেরিকার ব্যস্ততা হুট করে পেছনে ফেলে আসাও যায় না। তাই আগামী বছর দেশে আসার জন্য এখন থেকেই পরিকল্পনা করছি।’

দেশে এসে কয়েকটি নাটকে কাজ করবেন বলে জানান মোনালিসা। অভিনেত্রী বলেন, ‘এখন থেকেই অনেকের সঙ্গে যোগাযোগ হচ্ছে। দেশে যাওয়ার পর কাজের চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ মোনালিসা সবশেষ আমেরিকাতেই হিমেশ আশরাফের পরিচালনায় তাহসানের বিপরীতে একটি নাটকে কাজ করেন।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা