ওয়েস্ট ইন্ডিজকে হারাল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২২, ২১:৪৫
অ- অ+

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটি টি -টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ কুইন্সল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজদের প্রথম ম্যাচে ৩ উইকেটের ব্যাবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া । কিছুদিন আগে বিদায় জানিয়েছেন ওয়ানডে ক্রিকেটকে অজি অধিনায়ক।

১৪৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার ডেভিড ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া। তবে এদিন দলের প্রয়োজনে নিজের ব্যাটিং পজিশন পরিবর্তন করা ফিঞ্চ দলকে টেনেছেন একাই। অধিনায়কের ৫৩ বলে ৫৮ রানের ইনিংসে জয়ের ভীত পেয়ে যায় অস্ট্রেলিয়া ।

ম্যাথু ওয়েডের অপরাজিত ২৯ বলে ৩৯ রান দলের জয় নিশ্চিত করে। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ২ বলে ৩ রান করে দ্বিতীয় ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন জনসন চার্লস।

সফরকারী দলের কেউই ক্রিজে বেশি সময় টিকতে পারেনি। ওপেনার কাইল মেয়ার্সের ৩৯ রান ও শেষ দিকে ওডেন স্মিথের ২৭ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ পায় পুরানের দল।অজিদের হয়ে ৩টি উইকেট শিকার করে জস হ্যাজেলউড।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর ।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধামরাইয়ে কনের নাচে বিয়ে ভাঙার দাবি ভিত্তিহীন, সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গুজব
রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ
১৪-২৪ মার্কা নির্বাচনের আলামত দেখা যাচ্ছে: জামায়াত আমির
টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা