পাঁচ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২২, ২০:২৭

পাঁচ দিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বলদিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত ৩২ বছর বয়সী বাংলাদেশি যু্বক মুনতাজ হোসেনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীমান্তের ৮১ মেইন পিলারের জিরো লাইনে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর বিজিবির কাছে মুনতাজের মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

পতাকা বৈঠকে ৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মাহবুবুর রহমান বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। বিএসএফের পক্ষে ৫৪ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার বিমল কুমার উপস্থিত ছিলেন।

গত ৮ অক্টোবর শনিবার রাতে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা বাংলাদেশের বড় বলদিয়া সীমান্ত বরাবর কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে এতে সীমান্তের কাঁটাতারের ওপারে গরু আনতে যাওয়া বাংলাদেশি মুনতাজ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :