অল্প বয়সেও পড়তে পারে চোখে ছানি, বুঝবেন যেভাবে

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২২, ১০:৩৬| আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১১:২৬
অ- অ+

মানব দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। যার চোখ নেই, তার দুনিয়ার অন্ধকার। যাদের চোখ আছে, তারাও নানা কারণে হারিয়ে ফেলতে পারে চোখের দৃষ্টি। তার মধ্যে অন্যতম চোখে ছানি পড়া। অবহেলা করলে এই রোগে সম্পূর্ণ নষ্ট হতে পারে দৃষ্টিশক্তি।

অনেকেই ভাবেন, বয়স ৬০ পেরোলে তবেই চোখে ছানি পড়তে পারে। তবে চিকিৎসকরা বলছেন, অল্প বয়সেও এই সমস্যা হতে পারে।

কেন অল্প বয়সেও দেখা দিতে পারে ছানির সমস্যা?

১। ডায়াবেটিস বা মধুমেহ থাকলে কম বয়সে ছানি পড়ার ঝুঁকি বাড়ে।

২। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে অনেক সময় চোখের লেন্স ঝাপসা হয়ে যেতে পারে।

৩। কারও যদি বংশে এই সমস্যা থাকে, তবে অনেক সময় অল্প বয়সে ছানি পড়ার আশঙ্কা থাকে।

৪। অল্প বয়সে ছানি পড়ার আর একটা বড় কারণ ‘অ্যাটোপিক ডার্মাটাইটিস’। এটা এক ধরনের অ্যালার্জি। চোখের পেশির কার্যক্ষমতা কমে গেলেও দেখা দিতে পারে ছানির অসুখ।

৫। যাদের চোখে খুব বেশি ‘মাইনাস পাওয়ার’ থাকে অর্থাৎ মায়োপিয়া থাকে তাদের চোখেও ছানি পড়ার সমস্যা দেখা দিতে পারে। রাতকানা রোগ থাকলেও কম বয়সে ছানি পড়ার ঝুঁকি বেশি।

ছানি পড়েছে বোঝার উপায় এবং করণীয়

ছানি প্রতিরোধ করার বিশেষ কোনো উপায় নেই। তবে ছানি পড়লে অধিকাংশ ক্ষেত্রেই অস্ত্রোপচারের মাধ্যমে আরোগ্য সম্ভব। তাই অল্প থাকতেই চিনতে হবে ছানির উপসর্গ।

সাধারণত ছানি পড়লে সব কিছু নিষ্প্রভ লাগে। ‘কনট্রাস্ট ভিশন’ কমে যায়, ধূসর লাগে। বিশেষ করে অল্প আলোয় দেখতে খুব অসুবিধা হয়। আবার রাতে জোরাল আলো চোখে পড়লেও খুব কষ্ট হয়। তাই চোখে সমস্যা হলেই অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা