চট্টগ্রামের ২ প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগং’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২২, ১২:১৯

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত কমেডি ধারার সিনেমা ‘মেইড ইন চিটাগং’ মুক্তি পাচ্ছে শুক্রবার। মুক্তির প্রথম দিন থেকে চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রিন হল দুটিতে দেখা যাবে সিনেমাটি।

‘মেইড ইন চিটাগং’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ। এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত বলেই প্রথমে শুধু চট্টগ্রামে মুক্তি দেয়া হচ্ছে বলে জানান ইমরাউল রাফাত। তিনি বলেন, ‘পুরো চট্টগ্রামে মাত্র দুটি সিনেমা হল। এটা খুবই দুঃখজনক। এ দুটিতেই দর্শকরা দেখতে পাবেন সিনেমাটি। পরবর্তীতে আমরা ঢাকাসহ সারাদেশে সিনেমাটি মুক্ত দিব।’

নির্মাতা আরও বলেন, ‘মেজবান, জব্বারের বলীখেলা কিংবা বেলা বিস্কুটের প্রেম নিয়ে হাস্যরসে ভরপুর চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতির প্রথম কোনো চলচ্চিত্র এটি।’

তিনি জানান, তিনি ও তার টিম শুক্রবার ও শনিবার থাকবেন চট্টগ্রামে। সেখানে তারা প্রদর্শনীগুলোতে দর্শকদের সঙ্গে কথা বলবেন এবং তাদের কাছ থেকে প্রতিক্রিয়া জানবেন।

‘মেইড ইন চিটাগং’র প্রায় সব শিল্পী-কুশলী চট্টগ্রামের। এই তালিকায় আছেন চিত্রলেখা গুহ, নাসিরউদ্দিন খানসহ অনেকে। তবে ভিন্ন অঞ্চলের হয়ে আছেন সাজু খাদেম।

ছবিটি প্রযোজনা করেছেন এনামুল কবির সুজন। কিছুদিন পর এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :