সিরিজ জয়ের লক্ষ্য ভারতের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২২, ১৮:০৫
অ- অ+

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে জয়লাভ করেছে সফররত ভারত। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়। আর এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চান হার্দিক পান্ডিয়ারা।

বৃষ্টি বাগড়ায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে পাত্তাই দেয়নি হার্দিক পান্ডিয়া নেতৃত্বাধীন দলটি। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ১৯১ রান তুলে সফরকারীরা। রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি কিউই ব্যাটাররা। অলআউট হয়েছে ১২৬ রানেই।

তাই তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত শেষ ম্যাচ জিতে দ্বিতীয়বারের মত নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় ভারত। এদিকে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফিরেই টি-টোয়েন্টি সিরিজ শেষ করতে উঠে-পড়ে লেগেছে ব্ল্যাক ক্যাপসরা।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কর্তৃক ঘোষিত র‌্যাঙ্কিংয়েও নিউজিল্যান্ডের চেয়ে ঢের এগিয়ে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সবার উপরে অবস্থান করছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ২৬৮। এদিকে র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের অবস্থান পাঁচ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট হলো ২৫৪।

দুদলের পরস্পরের মোকাবিলাতেও এগিয়ে রয়েছে ভারত দল। এখন পর্যন্ত মোট ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে দুদল। যেখানে জয়ের হার ভারতেরই বেশি। ২১টি ম্যাচের মধ্যে ১২টি ম্যাচে জয় পেয়েছে ভারত। অন্যদিকে নিউজিল্যান্ড ক্রিকেট দল জিততে পেরেছে মাত্র ৯টি ম্যাচে। তাই বলাই যায় শক্তিমত্ত্বার বিচারে এগিয়ে ভারত।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা