ঢাবির জগন্নাথ হলের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২২, ১১:৪৮| আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১১:৫৩
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ১০ তলা সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের ছাদ থেকে পড়ে লিমন কুমার রায় নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর মুমূর্ষু অবস্থায় লিমন কুমারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাচ্চু মিয়া বলেন, ‘শিক্ষার্থীর মরদেহ মর্গে রাখা হয়েছে। সকাল পৌঁনে ১১টার দিকে ঢাবির ছাত্ররা মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। তারা জানায়, হলের ভবন থেকে নিচে পড়ে গেছে লিমন। তবে কিভাবে সে ছাদ থেকে পড়ে তা প্রাথমিকভাবে জানা যায়নি।’

জানা গেছে, নিহত লিমন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ওই ভবনেই থাকতেন। তার বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা