সোনারগাঁয়ে মাছের খাবারের ট্রাকে গাঁজা, চালক আটক
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২২, ১৭:৪২| আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৭:৪৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় রবিবার রাতে মাছের খাবারের ট্রাক থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকার আবুল কাশেমের ছেলে মো. জুয়েল (২৭) গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম সুমন জানান, গোপন সংবাদে অভিযানটি পরিচালনা করা হয়। পরে ৪৩ কেজি গাঁজাসহ জুয়েল নামে একজনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএ)

মন্তব্য করুন