১৩ ঘণ্টা পর টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে

প্রায় ১৩ ঘণ্টা পর চেষ্টার পর গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় সামিন টেক্সটাইল মিলের তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।
তিনি বলেন, সোমবার দিনগত রাতে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারি পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ১৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।
তবে এ ঘটনায় কোনো হতাহত ও আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
সামিন টেক্সটাইল মিলের পরিচালক আবুল খায়ের মানিক বলেন, লাগুন লাগার পর আমাদের লোকজন সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ১৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল বাহিনীর কর্মকর্তারা বলছেন ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

গমের বদলে খাদ্যগুদামে এলো ২৮ বস্তা বালু, তদন্তে কমিটি

কুষ্টিয়ার হেম আশ্রমে তুরস্কের রাষ্ট্রদূত

ফরিদপুরে নদীর গতিপথ বন্ধ করে বালু ভরাট, প্রতিবাদে মানববন্ধন

৯৯৯ ফোন, যৌনপল্লী থেকে তরুণী উদ্ধার

উইঘুর মুসলিমদের দমন-পীড়নের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

থানায় শালিস বৈঠক, কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ আহত ৫

শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী

খুলনা সোনালী ব্যাংক বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা

বগুড়ায় ভুট্টা ক্ষেত থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার
