রাজশাহীর গণসমাবেশ: উন্মুক্ত জায়গায় শীতের রাত কাটালেন হাজার হাজার নেতাকর্মী

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২২, ১০:৩৪| আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১২:৪৮
অ- অ+
বুধবার বিকাল থেকেই রাজশাহী মাদ্রাসা মাঠের আশপাশের এলাকায় নেতাকর্মীদের আগমন শুরু হয়েছে

রাজশাহী বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা শীতের রাতে খোলা আকাশের নিচে অবস্থান করেছেন। মাঠে নেতাকর্মীদের জন্য তৈরি প্যান্ডেল ভেঙে ফেলায় নদীর তীরে অবস্থান নিয়েছেন অনেকে। সেখানেই চলছে রান্নাবান্না, খাওয়া ও ঘুম।

সমাবেশের চার দিন আগে সিরাজগঞ্জ থেকে আসা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস জানান, সিরাজগঞ্জ থেকে আগত ৩ হাজারের অধিক নেতাকর্মী রাস্তার পাশে খোলা আকাশের নিচে ও গাছ তলার নিচে আশ্রয় নিয়েছেন। এখানেই রান্নাবান্না, থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে তারা চাল নিয়ে আসেন এবং এখানকার স্থানীয় বাজার থেকে সবজি কেনেন। এরপর রান্না করে সবার মাঝে বিলি করা হয়।

তিনি বলেন, ‘এত কষ্টের মধ্যেও নেতাকর্মীদের মধ্যে কোনো ক্লান্তি নেই। যেকোনো উপায়ে তারা সমাবেশে আসতে পেরে আনন্দিত। এদেশে অবশ্যই গণতন্ত্রের বিজয় হবে।’

উল্লেখ্য, রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর। সমাবেশ সামনে রেখে জেলায় বৃহস্পতিবার ভোর থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। তবে বুধবার রাত থেকেই বন্ধ হয়ে গেছে বাস।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা