ভারতে দেড় বছর জেল খেটে দেশে ফিরল ৩ যুবক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২২, ১৩:১৬| আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৩:৩৩
অ- অ+

ভালো কাজের সন্ধানে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়ার পর সে দেশে দেড় বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে তিন বাংলাদেশি যুবক।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ এর কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন, নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার সোনারবাগ গ্রামের আবুল কাশেমের ছেলে (২৪), একই থানা জেলার রামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. ইব্রাহিম (২৭) এবং লক্ষ্মীপুর জেলার চন্দ্রাগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে সালাউদ্দিন (২৫)।

ফেরত আসা সালাউদ্দিন বলেন, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতের মহারাষ্ট্র শহরে যায়। সেখানে যাওয়ার পর পুলিশ তাদের আটক করে জেলা হাজতে প্রেরণ করে । পরে অবৈধভাবে ভারতে যাওয়ার কারনে সে দেশের আইনে আমাদের দেড় বছর সাজা দেয়। সাজা শেষে আজ দেশে ফিরে আসলাম।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ৩ বাংলাদেশি যুবক দেড় বছর পর দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে। ইমিগ্রেশন এর কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা