কক্সবাজারে বাজি ধরে গরম চা পান, কণ্ঠনালী পুড়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২২, ১৪:০৫
অ- অ+

কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে গরম চা খেতে গিয়ে কণ্ঠনালী পুড়ে মো. মোস্তফা (২৪) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঈদগাঁও নতুন অফিস বাজারের তাওয়াককুল জুস কর্নারে এ ঘটনা ঘটে।

নিহত মো. মোস্তফা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এ বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, তিন বন্ধু চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। কথার ছলে গরম চা খাওয়ার বাজি ধরেন তারা। গরম চা খেতে গিয়ে যুবকের গলা (কণ্ঠনালী) পুড়ে যন্ত্রণা শুরু হয়। জ্বালা-যন্ত্রণা থামাতে তাকে ঠাণ্ডা পানীয় ও আইসক্রিম খাওয়ানো হয়। এতে সে নিস্তেজ হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. মোস্তফার মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা রয়েছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে।

ওসি আরও জানান, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় মা, মেয়ে ও ছেলে হত্যার ঘটনায় ৮ জনের তিনদিনের রিমান্ড 
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা