সুইজারল্যান্ড-সার্বিয়া: প্রথমার্ধ শেষ হলো ২-২ ব্যবধানে

জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথমার্ধের শুরুতেই সুইজারল্যান্ডের কাছে খেয়ে বসে এক গোল। কিন্তু দমে যায়নি সার্বিয়ার ফুটবলাররা। মিত্রোভিচ ও ভালহোভিচের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। এদিকে শেষ মুহূর্তের গোলে ২-২ ব্যবধানে থেকেই বিরতিতে যায় সুইসরা।
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বল দখল ও আক্রমণে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেনি। পুরো ম্যাচের ৫৩ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পেরেছে সার্বিয়ার ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর মোট চারটি শট নিয়েছে তারা। গোল পেয়েছে দুটি।
অন্যদিকে পুরো ম্যাচের ৪৭ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে পেরেছে সুইজারল্যান্ড ফুটবল দল। আর প্রতিপক্ষের গোলবার বরাবর মোট শট নিয়েছে পাঁচটি। এরমধ্যে গোলের দেখা পেয়েছে দুটি।
সুইজারল্যান্ড একাদশ (ফরমেশন> ৪-২-৩-১):
কোবেল (গোলরক্ষক), উইদমার, আকানজি, শার, রদ্রিগেজ, জাকা, ফ্রেইলর, শাকিরি, শো, ভারগাস, এমবোলু। কোচ: মুরাত ইয়াকিন
সার্বিয়া একাদশ (ফরমেশন: ৩-৪-২-১):
মিলিনকোভিচ স্যাভিচ, পাভলোভিচ, মিলেনকোভিচ, ভালেকোভিচ, পাভলোভিচ, মিলিনকোভিচ স্যাভিচ, কস্তিচ, লুকিচ, ভালেহোভিচ, ট্যাডিচ, মিত্রোভিচ কোচ: দ্রাগান স্টোকোভিচ
(ঢাকাটাইমস /০৩ডিসেম্বর/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত অনূর্ধ্ব-১৯ নারী দল

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না টাইগারদের

ইনজুরিতে ডেম্বেলে

ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ওয়াহাব

অস্ট্রেলিয়ান ওপেন জিতে নাদালের রেকর্ডে ভাগ বসালেন জকোভিচ

শান্তকে ডিমেরিট পয়েন্ট দিল বিসিবি

ক্যাসেমিরোর জোড়া গোলে ইউনাইটেডের সহজ জয়

জিরোনাকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা

চট্টগ্রামকে হারিয়ে ফের শীর্ষে সিলেট
