যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করে ব্যাপক ক্ষতি, খতিয়ে দেখছে আইসিসি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৪, ১৮:০০
অ- অ+

গত মাসে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এ আসরের অন্যতম আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। এবার দেশটিতে বিশ্বকাপ আয়োজনের ভুল করে মাশুল দিতে হবে আইসিসিকে। মার্কিন মুলুকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে ব্যাপক ক্ষতির মুখে পরতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের যুক্তরাষ্ট্র অংশে বাজেটের চেয়ে বেশি খরচ হয়েছে। বিশ্বকাপের আমেরিকা পর্বে কেন বেশি খরচ হলো, তা খতিয়ে দেখবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় হবে আইসিসির গভর্নিং কাউন্সিলের বার্ষিক সম্মেলন। সেখানেই অতিরিক্ত খরচ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের আয়-ব্যয়ের চূড়ান্ত হিসাব এখনও হয়নি। প্রাথমিকভাবে যে হিসেব আইসিসির হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে শুধু খরচই, বেশি হয়নি। লাভের বদলে ক্ষতি হয়েছে আইসিসির। মনে করা হচ্ছে, বিশ্বকাপের আমেরিকা পর্বে আইসিসির ক্ষতির পরিমাণ লক্ষাধিক ডলার।

বিশ্বকাপ আয়োজন নিয়ে একাধিক অভিযোগ ওঠায় ইস্তফা দিয়েছেন টুর্নামেন্টটির ডিরেক্টর ক্রিস টেটলি। তবে ক্রিকেট সংশ্লিষ্ট কেউ কেউ অবশ্য প্রতিযোগিতা শুরুর আগেই বিশ্বকাপের আমেরিকা পর্বে আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছিলেন।

আইসিসির এক কর্মকর্তা বলছেন, ‘বোর্ডের অনেক সদস্যই টেটলির কাজে খুশি নন। টেটলি ইস্তফা দিলেও বিশ্বকাপের আমেরিকা পর্বের ক্ষতির দায় তিনি এড়াতে পারেন না। আমেরিকার আরও কিছু শহরে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা যেত। কিন্তু যে কোনো কারণেই হোক টেটলি নিউইয়র্কের বাইরে ম্যাচ আয়োজন করতে ইচ্ছুক ছিলেন না। এমন কী বিশ্বকাপের ম্যাচগুলো যে পিচে হয়েছে, তাতে প্রতিযোগিতা শুরুর আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও ব্যবস্থা করেননি।’

এসব কিছু নিয়েই আলোচনা হবে ১৯ জুলাইয়ের বৈঠকে। আইসিসি কর্তাদের একাংশ মনে করছেন, টেটলির জন্য আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ করার উদ্দেশ্য সফল হয়নি। সে দেশের বাসিন্দাদের সামনে ক্রিকেটকে আরও বেশি করে তুলে ধরা যেত। সেই সুযোগ হাতছাড়া হয়েছে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচের মধ্যে ১৬টি হয়েছে বেসবল-বাস্কেটবলের দেশ যুক্তরাষ্ট্রে।

(ঢাকাটাইমস/১৮ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা