আরবাজের সঙ্গে ডিভোর্সের কারণ জানালেন মালাইকা

বলিউডের অন্যতম সেরা আইটেম গার্ল মালাইকা অরোরা। ওটিটিতে শুরু হয়েছে তার সঞ্চালনায় রিয়েলিটি শো ‘মুভিং ইন উইথ মালাইকা’। সেখানে প্রথম অতিথি ছিলেন নৃত্য ও চলচ্চিত্র পরিচালক ফারহা খান। সেখানেই সাবেক স্বামী আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের কারণ জানালেন মালাইকা।
১৯৯৮ সালে গাঁটছড়া বাঁধেন মালাইকা এবং আরবাজ। এরপর ১৮ বছর পর আলাদা হয়ে যায় দুজনের চলার পথ। বিচ্ছেদের পর থেকে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সেভাবে কখনোই কথা বলেননি মালাইকা। এই প্রথম নিজের শো-তেই জানালেন ডিভোর্সের কারণ।
মালাইকা জানান, তিনি আরবাজকে বিয়ে করেছিলেন, কারণ তিনি নিজের বাড়ি থেকে বের হতে চেয়েছিলেন। তিনিই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমান খানের ভাইকে।
মালাইকার কথায়, ‘আমিই আরবাজকে প্রপোজ করি। কেউ জানে না। আরবাজ আমাকে প্রপোজ করেনি। আমিই ওকে বলেছিলাম, ‘আমি বিয়ে করতে চাই। তুমি তৈরি তো?’ আরবাজ খুব মিষ্টিভাবে জবাবও দিয়েছিল। বলেছিল, ‘তুমি দিন আর জায়গা ঠিক করো।’
তাদের বিয়েতে কী ভুল হয়েছিল তা নিয়েও কথা বলেন মালাইকা। জানান, ‘খুব ছোট বয়সে আমার বিয়ে হয়েছিল। এরপর আমি বদলেছি। আমার জীবনের থেকে পাওয়া বদলেছে। আমার মনে হয় এখন আমরা অনেক ভালো মানুষ।’
মালাইকা এটাও জানান যে, ‘দাবাং’ মুক্তি পাওয়ার আগে পর্যন্ত তাদের মধ্যে সব ঠিক ছিল। কিন্তু তারপর ধীরে ধীরে ‘খিটখিটে হয়ে ওঠেন এবং সবশেষে আলাদা হয়ে যান।’
২০১৬ সালের ২৮ মার্চ বিচ্ছেদের কথা ঘোষণা দেওয়ার পর ২০১৭ সালের ১১ মে আনুষ্ঠানিক ডিভোর্স হয় আরবাজ-মালাইকার। তাদের একটি পুত্রসন্তান রয়েছে, নাম আরহান। ২০ বছর বয়সী আরহান পড়াশোনা করছেন বিদেশে। তবে আলাদা হওয়ার পরেও ছেলের সমস্ত দায়িত্ব একসঙ্গে পালন করেন আরবাজ-মালাইকা।
(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এজে)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

শাকিব খান ও জোভানকে নিয়ে মুখ খুললেন পূজা চেরি, তবে…

দিনাজপুরের সেই ধর্ষিতা কিশোরীর চরিত্রে মিম, সেন্সর পাবে তো?

‘পাঠান’-এর বিজয়রথ ছুটছেই, রেকর্ড আয় পশ্চিমবঙ্গেও

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের খাবারের পদ জানলে জিভ ভিজবে আপনারও

পদ্মভূষণ পাওয়া সঙ্গীতশিল্পীর মরদেহ উদ্ধার

সানি লিওনের অনুষ্ঠানস্থলের পাশে বোমা বিস্ফোরণ

শুরু হলো শুভ-ফারিয়ার ‘ফুটবল ৭১’

লেখক হিসেবে নায়ক ফেরদৌসের আত্মপ্রকাশ

মাহিকে আ.লীগের উপকমিটিতে রাখার নির্দেশ ওবায়দুল কাদেরের
