নয়াপল্টনে পাচারের অভিযোগে দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২২, ২৩:০৬
অ- অ+

রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে দুই মানব পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৩। আটক আসামিরা হলেন- মো. রহমত উল্যা ওরফে রাজু এবং তার সহযোগী বিউটি বেগম।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের একটি সূত্র জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাব-৩ এর একটি দল নয়াপল্টন এলাকা থেকে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা রহমত উল্যা ওরফে রাজু এবং তার সহযোগী বিউটি বেগমকে আটক করে।

র‌্যাবের ভাষ্যমতে, আটক রাজু এবং বিউটির জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স নেই। তারপরেও তারা ভুয়া ট্রাভেলস্ এজেন্সি খুলে চাকরি প্রত্যাশী বেকার যুবকদের কাছ থেকে সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি, থাকা খাওয়া ফ্রী এবং নানাবিধ সুবিধসহ চাকরি দেওয়ার লোভনীয় প্রস্তাব দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও সৌদি আরবে পাঠিয়ে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীদে জিম্মি করে নির্যাতন করে প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক মো. রহমত উল্যা ওরফে রাজু নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কুতুবপুর গ্রামের মৃত অলি উল্যার ছেলে আর বিউটি বেগম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ভবনাথপুর গ্রামের মৃত আক্কেল আলীর মেয়ে।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা