নোয়াখালী জেলা আ.লীগের সভাপতি খায়রুল, সাধারণ সম্পাদক সোহেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২২, ১৭:৩০
অ- অ+

ত্রিবার্ষিক সম্মেলনের ৮ দিন পর অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরীকে সভাপতি এবং সহিদুল্লাহ খান সোহেলকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগের পক্ষ থেকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রাখা হয়েছে অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনকে।

এছাড়া বহুল আলোচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য করা হয়েছে।

ত্রিবার্ষিক সম্মেলনের দিন সভাপতি হিসেবে বিদায়ী কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল। তবে সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি।

সেদিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগের দলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ঢাকা টাইমসকে বলেছিলেন, ‘এখন সভাপতির নাম ঘোষণা হয়েছে। ভোট করে সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।’

অবশেষে নোয়াখালী পৌরসভার টানা দুই মেয়াদের মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুল্লাহ খান সোহেলকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হলো।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। সেবার সভাপতি হন খায়রুল আনম চৌধুরী। আর সাধারণ সম্পাদক হিসেবে সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কিন্তু পরবর্তী সময়ে প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে বিতর্কিত কিছু লোকজনকে অন্তর্ভুক্ত করায় ওই কমিটি বাতিল হয়। আর সাধারণ সম্পাদকের পদ হারান একরামুল করিম চৌধুরী। পরে সদস্য হিসেবে তার জায়গা হয় আহ্বায়ক কমিটিতে।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় আম গাছের চূড়া থেকে ৭ ঘণ্টা পর উদ্ধার  কিশোরী
রামগঞ্জে নারীকে গলা কেটে হত্যা
ইতালির সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা ভয়ানক লাভা ছড়াচ্ছে
রোনালদোপুত্রের অভিষেকে পর্তুগালের জয়, পিতার আবেগঘন পোস্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা