ঘাটাইলে গাড়িচাপায় পথচারী বৃদ্ধার মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় হামিদা বেগম (৮০) নামে এক পথচারী বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার জামুরিয়া ইউনিয়নের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বীর ঘাটাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদা বেগমের বাড়ি উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীর ঘাটাইল গ্রামে।
ঘাটাইল থানার এস.আই হাফিজুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে হামিদা বেগম নামের এক পথচারী রাস্তা পারাপারের সময় একটি হাইস গাড়ি তাকে চাপা দেয়। এ সময় তার হাত ভেঙে যায় ও গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন