আশুলিয়ায় আইনজীবীর মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৩, ১১:৩৯

সাভারের আশুলিয়ায় এক আইনজীবীর দায়ের করা মারামারির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হালিম মৃধা (৩৫) নামে স্থানীয় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) সকালে ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান।

এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার হালিম মৃধা সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।

এ ব্যাপারে, আশুলিয়া থানার এসআই আবুল হাসান ঢাকা টাইমসকে বলেন, মারামারির ঘটনায় ব্যারিস্টার জাহিদুল হক চৌধুরী নামে এক আইনজীবী বাদী হয়ে ২০২১ সালে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলারই ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন গ্রেপ্তারকৃত ইউপি সদস্য হালিম মৃধা। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :