কুড়িগ্রামে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৪, ১৭:১৩| আপডেট : ১৫ মে ২০২৪, ১৭:১৭
অ- অ+

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরের পানিতে গাছের গুঁড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে লিপন (৬) এবং মেহেদী হাসান (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিপন ওই এলাকার রাশেদের ছেলে এবং মেহেদী হাসান মাঈদুলের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, গরমের কারণে পুকুরের পানিতে গাছের গুঁড়িতে উঠে খেলতে ছিল শিশু দুজন। খেলতে খেলতে একসময় গাছের গুঁড়ির নিচে পড়ে যায়। এসময় পানির নিচে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় শিশু দুটি। পরে স্থানীয়রা টের পেয়ে ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, পুকুরের পানিতে গাছের গুঁড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

(ঢাকা টাইমস/১৫মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং 
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা