গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০২৪, ২০:২২

তেহরানের ইরানি আর্টিস্ট ফোরামে (আইএএফ) প্রদর্শিত হচ্ছেরিড দ্য হেডলাইনস এগেইনশীর্ষক একটি প্রদর্শনী। শিল্প প্রকল্পটির মাধ্যমে শৈল্পিক ভাষায় তুলে ধরা হচ্ছে গাজায় চলমান গণহত্যাকে।

মঙ্গলবার তেহরান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রদর্শনীর অন্যতম সংগঠক জেইনব জান্দপুর প্রকল্পটির পেছনের গল্প বর্ণনা করেন। তিনি বলেন, অক্টোবর থেকে গাজায় সংঘটিত বিধ্বংসী ঘটনা এবং আলো অন্ধকারের মধ্যে সম্পূর্ণ বৈপরীত্য প্রত্যক্ষ করার পরে এই প্রদর্শনীর ধারণা সামনে নিয়ে আসা হয়।

জেইনব জান্দপুর বলেন, গাজায় চলমান গণহত্যার প্রতি দৃষ্টি আকৃষ্ট করতে আমি আফসানে কোরবানি এবং স্নাতকধারী অন্যান্য একদল শিল্প শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধারণা নিয়ে কাজ করতে এবং একটি শিল্প প্রদর্শনী তৈরি করতেপ্যালেস্টাইন এবং আমার ভূমিকাশিরোনামে সমবেত হয়।

শিল্পীদের এই গ্রুপটিতে ফটোগ্রাফার, গ্রাফিক ডিজাইনার এবং সাহিত্যিক ক্ষেত্রের লেখকরা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস

(ঢাকাটাইমস/১৫মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :