বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ডেনমার্ক আ.লীগের আলোচনা সভা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৩, ১৯:৪৬
অ- অ+

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবত‍ন দিবস উপলক্ষে কোপেনহেগেনে নরোব্ররো পাপাস পিজা ও রেস্টুরেন্টে ডেনমার্ক আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বদেশ প্রত্যবর্তন দিবসের আলোচনা সভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা রাফায়েতুল হক মিঠু এবং অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক নাঈম উদ্দিন খাঁন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর প্রধান বাবু সুভাষ ঘোষ এবং বিশেষ অতিথি ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন- ডেনমার্ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দিকুর রহমান রাসেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান খাঁন, শ্রম বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলের ছাত্রলীগ নেতা মারুফ হাসান এবং মোহামেদ আশরাফ ও রুহুল আমীন।

বক্তারা বলেন, ১৯৭২ সালে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মাটিতে ১০ই জানুয়ারি প্রত্যাবর্তন করেন।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে পূর্ণতা পায় এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা ।

রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে আওয়ামী লীগের সকল নেতা কর্মীর ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষে ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্ষকারী কমিটির যৌথ সভা আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা